বসুন্ধরায় বিশ্বকাপ খেলা ফুটবলার

বসুন্ধরায় বিশ্বকাপ খেলা ফুটবলার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন কিছু করে দেখানোর প্রত্যয় নিয়ে আবির্ভাব হয়েছে এ সিজনে লীগে প্রথমবারের মত উত্তীর্ণ হওয়া দল ‘ বসুন্ধরা কিংস ‘ এর। নিজস্ব হোমগ্রাউন্ড, বিদেশি কোচ, প্লেয়ার পরিচয়, ট্যালেন্ট হান্ট সহ একের পর এক চমকের পর এবার বিদেশি খেলোয়াড় আনায় দেখিয়েছে অনেক বড় চমক!
সব কিছু ঠিকঠাক থাকলে এই সিজনেই বসুন্ধরা কিংসে যোগ দিতে যাচ্ছে সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিয়ান ফুটবলার ‘ড্যানিয়েল কলিনড্রেস’ । সদ্য বিশ্বকাপেই কোস্টারিকার হয়ে মাঠ কাপিয়েছেন এই উইংগার। খেলেছেন শুরুর একাদশের দুইটি ম্যাচও। এই নামী স্ট্রাইকার কোস্টারিকা জাতীয় দলের হয়ে খেলেছেন এখন পর্যন্ত ১৫ টি ম্যাচ। এছাড়া তিনি খেলে থাকেন কোস্টারিকান ক্লাব ‘ Deportivo Saprissa’ তে।
ওসমান জ্যালো
অন্যদিকে আজ বসুন্ধরা কিংসে যোগ দিতে যাচ্ছে গাম্বিয়ান ইন্টারন্যাশনাল ফুটবলার ‘ওসমান জ্যালো’। ২৯ বছর বয়সী এই নামী স্ট্রাইকার খেলেছেন ‘চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপ লিগ’ এর মত বড় মঞ্চে ; করেছেন গোলও। ২০১৫-১৬ সিজনে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কাজাকিস্তানের ক্লাব ‘Irtysh Pavloder’ এর হয়ে করেছেন ৪ ম্যাচে ২ গোল! এছাড়া উয়েফা ইউরোপা লিগেও ফিনল্যান্ডের দল ‘HJK Helsinki’ এর হয়ে করেছেন ১৬ ম্যাচে ৭ গোল। এছাড়া জাতীয় দলের হয়ে ১৮ ম্যাচে ৬টি গোল করেছেন ওসমান জ্যালো। ক্যারিয়ারের শুরুতে আর্সেনাল ও চেলসি দুই দল থেকেই ট্রান্সফার পেয়েছিলেন। কিন্তু ট্রান্সফার জটিলতায় আর খেলা হয়নি তার।
এছাড়াও বসুন্ধরা কিংসে যোগ দিতে যাচ্ছে হাইতির জাতীয় দলের খেলোয়াড় ‘কেলভোন বেলফোর্ট ’, আফগানিস্তানে তারকা খেলোয়াড় ‘মাশাহ’, ও ক্যামেরুনের খেলোয়াড় ‘কাভান্না’ দের মত বড় দলের তারকা খেলোয়াড়েরা।
উল্লেখ্য যে ঠিক কত টাকার ট্রান্সফার ফি তে ড্যানিয়েল কলিনড্রেস ও ওসমান জ্যালো বসুন্ধরা কিংসে যোগদান করছেন তা এখনো ক্লাব কিংবা তাদের এজেন্ট কেউই প্রকাশ করেনি।