অনিন্দ্য সুন্দর ‘সাহেব বুলবুলি’

অনিন্দ্য সুন্দর ‘সাহেব বুলবুলি’

অনিন্দ্য সুন্দর ‘সাহেব বুলবুলি’ এক সময় বাংলাদেশের সর্বত্র দেখা গেলেও বর্তমানে খুব একটা দেখা যায় না। বিলুপ্তির হুমকির মুখে পড়া এই পাখির পরিচিতি জবানের পাঠকদের জন্য তুলে ধরছেন মেজবাহ্ মিশু…

সাহেব বুলবুলি নামক ছোট্ট এই পাখিটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কোথাও এটি দুধরাজ, কোথাও শাহ বুলবুল নামে পরিচিত। ইংরেজি নাম Indian Paradise Flycatcher আর বৈজ্ঞানিক নাম Terpsiphone Paradise

এদের পুরুষ পাখি আর স্ত্রী পাখি দেখতে আলাদা । পুরুষের লম্বা লেজ, আর স্ত্রীর লেজ খাটো । পুরুষ পাখির শরীরে রঙ দুটি পর্বে বিভক্ত খয়েরি আর সাদা । জন্মের ২-৩ বছর শরীরের রঙ খয়েরি থাকে, তারপর আস্তে আস্তে শরীর সম্পূর্ণ সাদা হয়ে যায় । পুরুষের  লম্বা লেজ পাখিটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় । পুরুষ এবং স্ত্রী পাখির মাথার দিকে কালো ।  অন্যদিকে স্ত্রী পাখির পিঠের দিকে কমলা-ধূসর, বুকের দিকে সাদা ।

সাহেব বুলবুলি প্রজনন কাল মার্চের শুরুর দিক থেকে জুন পর্যন্ত । এ সময় পুরুষ স্ত্রী মিলে ঘাস, লতাপাতা আর মাকড়ার জাল দিয়ে গোল করে ছোট  তৈরি করে। এরা সাধারণত বাঁশঝাড়,বড় আম বাগানে বাসা তৈরি করে । বাসায় ৩-৫ ডিম দেয়, পুরুষ ও স্ত্রী মিলে ডিমে তাঁ দেয় । বাচ্চা ফুটলে পুরুষ ও স্ত্রী পাখি মিলে বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে । এরা সাধারণ উড়ন্ত পোকামাঁকড় ধরে থাকে তাই এদের নামের পাশে flycatcher যোগ হয়েছে । প্রকৃতির সাথে একপ্রকার যুদ্ধ করেই কাটে এদের জীবন, বিভিন্ন সূত্র থেকে জানা যায় এদের আয়ু কাল ১০-১২ বছর ।

এদের বাস দেশের সর্বত্র হলেও বড় বড় বাঁশঝাড় ও আম বাগানে এদের বেশি দেখা যায় । যে কারণে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এদের বেশি দেখা যায় । এছাড়াও ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সাহেব বুলবুলি দেখতে পাওয়া যায় । আমাদের দেশে দিন দিন গাছা পালা ও বনাঅঞ্চল কেটে ফেলা হচ্ছে, তাই এদের সংখ্যা ও কমছে । পাখি আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, আসুন আমরা পাখির বিলুপ্তি রক্ষায় সকলে সচেতন হই ।