বৃথা গেল বৈঠক, যুদ্ধবিরতি প্রত্যাখান রাশিয়া-ইরানের

বৃথা গেল বৈঠক, যুদ্ধবিরতি প্রত্যাখান রাশিয়া-ইরানের

বৃথা গেল ত্রিদেশীয় বৈঠক। একমত হতে পারলেন না তিন তীরন্দাজ। সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে অস্ত্রবিরতিতে একমত হতে পারেনি তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা। প্রদেশটির ২৯ লাখ বাসিন্দার মধ্যে ১০ লাখ শিশু থাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ।

গতকাল শুক্রবার সিরিয়া যুদ্ধের অন্যতম তিন কারিগর রিসেপ তাইয়্যেপ এরদোগান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তেহরানে বৈঠক করেন। বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানান, সামরিকভাবে এ যুদ্ধের সমাধান হবে না। রাজনৈতিক পথেই এগোতে হবে।

শুক্রবার ভোরেই দু’দিন বিরতির পর রাশিয়া ও সিরিয়া ইদলিবে বিমান হামলা চালায়। এরদোগান যুদ্ধ বিরতির আহ্বান জানালে তা প্রত্যাখান করে রাশিয়া ও ইরান। হামলায় দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরদোগান সেখানে ব্যাপক হতাহতের আশঙ্কা করছেন। তিনি বলেন, হত্যাকাণ্ড শুরু হলে তুরস্ক অতিরিক্ত শরণার্থীর ঢল সামাল দিতে পারবে না। যেহেতু তুরস্ক স্মরণকালের সবচেয়ে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।

পুতিন উগ্রপন্থীদের শেষ করে যুদ্ধ বিরতির পক্ষে মত দেন। অন্যদিকে রুহানি সিরিয়ার নিজ ভূখণ্ডের উপর কর্তৃত্বের কথা বলেন।