পৃথিবীর প্রথম পুলিশি ব্যবস্থার প্রবর্তক কোন রাষ্ট্রনায়ক? কিংবা ধরুন কোন রাষ্ট্রনায়ক প্রথম সরকারি কর্মচারীদের জন্য অভ্যন্তরীণ অপরাধ তদন্ত বিভাগ গঠন করেন? উত্তর দিতে গেলে যে কাউকে হয়ত খানিকটা সময় নিতে হবে। অথবা কোন দেশে প্রথম আধুনিক পুলিশ প্রশাসন প্রথম কায়েম হয়েছিল, এ প্রশ্নও বেশ ঝাঁঝালো লাগবে।
তবে উত্তরটা হয়ত ঘুরিয়ে বলা হবে ‘মডার্ন পুলিশিং’ সর্বপ্রথম ফ্রান্সে শুরু হয়েছিল ১৬৬৭ সালের ১৫ মার্চ সম্রাট লুইস চতুর্দশের নির্দেশক্রমে। যখন আইনবলে প্যারিসে লেফটেন্যান্ট জেনারেল অফ পুলিশ অফিস স্থাপিত হয়। সে আইনের প্রস্তাবনায় বলা হয়, প্যারিস পুলিশের কর্তব্য হবে ‘তা ব্যক্তিগত পরিমণ্ডলে বা পাবলিক প্লেসে শান্তি ও শৃংখলা বজায় রাখা। এবং শহরকে যে কোনও বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্ত রাখা।’
অথচ এরও ৮০০ বছর পূর্বে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) (শাসনকাল ৬৩৪- ৬৪৪ খ্রি.) তার অধিনস্ত সমগ্র শাসনতান্ত্রিক অঞ্চলের সিভিল অর্ডার নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাহিনী গড়ে তোলেন। কর্মকর্তা, প্রধান নির্বাহী এবং সদরদপ্তর স্থাপন করেন। রাষ্ট্রীয় কর্মকর্তা শক্তিশালী ব্যক্তিবর্গের উপর তদারকি ও গোয়েন্দা তথ্যের জন্য তার প্রশাসনিক সেলের মূখ্য কর্মকর্তা মুহাম্মদ ইবনে মাসলামাকে দায়িত্ব প্রদান করেন। তিনি নিজেই এর আইনি বিষয়াদি দেখভাল করতেন। অভিযুক্তদের সমন পাঠিয়ে মদিনায় স্বপরচালিত কোর্টে বিচারের মুখোমুখি করতেন।
তিনি তার পুলিশ বাহিনীর নাম ঠিক করেছিলেন ‘আহদাছ’। আর কর্মকর্তাদের ‘ছাহিবুল আহদাছ’ হিসেবে আখ্যায়িত করা হত। তিনি পুলিশবাহিনীর কর্তব্যরূপে যে ফরমান জারি করেছিলেন, তা এমন – ‘শান্তি বজায় রাখতে হবে। জনগণকে আইনের ব্যাত্যয় থেকে বিরত রাখতে হবে। কেউ যেন কোনও পণ্য ওজনে কম না দেয় কিংবা ভেজাল না মেশায় তা নিশ্চিত করতে হবে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থাপনা নির্মাণ থেকে বিরত রাখতে হবে। কোনও পশুর উপর মাত্রাতিরিক্ত পণ্য চাপিয়ে দেওয়া যেন না হয় তা নিশ্চিত করতে হবে।’
ওমর(রাঃ) যে শুধুই পুলিশ আর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাই প্রতিষ্ঠা করেছিলেন তাই নয়। তার ফরমান দেখলেই যে বুঝা যায়, সেটা আধুনিক পুলিশ ব্যবস্থাপনার বুনিয়াদ ছিল। তার শাসনতান্ত্রিক সফলতা এত অধিক ছিল যে, ওয়াশিংটন আরভিং লিখেছেন, “উমার তার সামগ্রিক জীবনে নিজেকে একজন মহৎ মানসিকতার দৃঢ়চেতা সম্পন্ন পরম সুবিচারক হিসেবে প্রমান করেছেন। তিনি তার সমসাময়িক সবাইকে ছাড়িয়ে উঠতে পেরেছেন।”
গত শতাব্দীতেও যেখানে আমেরিকান পুলিশ ব্যবস্থাপনা আমূল সংস্কারের প্রয়োজন পড়েছে। যার পূর্ব পর্যন্ত পুলিশি ব্যবস্থা ছিল বর্ণবাদ আর ব্যক্তিবাদের হাতিয়ার। তখন ওমর (রাঃ) হলেন দৃষ্টান্ত। ১৯৯৬ সালের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে ৪০,০০০ পৃথক পুলিশ ফোর্স আছে। এই অবস্থা এত ব্যাপক খারাপ যে থিওডর রুজভেল্ট একক পুলিশ সংস্থার জোরতত্ত্ব প্রচার করেন। কিন্তু সুবিধাবাদী গোষ্ঠীর মুখে ব্যর্থ হয়েছিলো।
একথা নিশ্চিত যে, ‘আহদাছ’ই ছিল পৃথিবীর প্রথম আধুনিক পুলিশ ব্যবস্থা।
সহায়ক গ্রন্থপুঞ্জঃ
১। Commanding right and forbidding wrong in Islamic thought, M. A. Cook.
২। Mohamet and his successor, Washington Irving
৩। The Precious Pearls, Muhammad Ayub Sipra.
৪। Al-balag/March 2003 Issue.
৫। আল-বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাছীর