সিরিয়া সংকট নিয়ে রুহানি-পুতিন-এরদোগানের বৈঠক

সিরিয়া সংকট নিয়ে রুহানি-পুতিন-এরদোগানের বৈঠক

সিরিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে তৃতীয়বারের মতো ত্রিদেশীয় শীর্ষ বৈঠক হতে যাচ্ছে আজ শুক্রবার। ইরানের রাজধানী তেহরানের এই বৈঠকে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

চলমান সিরিয় সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করাই এই তিন প্রেসিডেন্টের বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে এছাড়াও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূলোৎপাটনের উপায় এবং সিরিয়ার শরণার্থীরা যাতে নিজ দেশে ফিরে আসতে পারে সে পরিবেশ তৈরি করার বিষয়টি নিয়েও আলোচনার কথা রয়েছে।

২০১৭ সালের জানুয়ারি মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানা’য় সিরিয়া বিষয়ক শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল যার উদ্যোক্তা ছিল ইরান, রাশিয়া ও তুরস্ক। ওই সম্মেলনের পরে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এর জেরে দেশটির সহিংসতা অনেকাংশে কমে আসে।

উল্লেখ্য, এর আগে রুহানি, পুতিন ও এরদোগান ২০১৭ সালের ২২ নভেম্বর রাশিয়ার সোচি শহরে প্রথম সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে করেন। ২০১৮ সালের ৪ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তিন প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ তেহরানে তাদের মধ্যে তৃতীয় বৈঠক হতে যাচ্ছে।

রাশিয়া দু’দিন আগেও অর্থাৎ ৫ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এমন অবস্থায় এই বৈঠক নতুন ফলাফল বয়ে আনবে বলে ধারণা করছে অনেকে। অন্যদিকে তুরস্ক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। তাই তিন বন্ধু-রাষ্ট্রের প্রধানদের এই বৈঠকে বাড়তি নজর দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গন। দেখার বিষয়, এই বৈঠক সংকট সমাধানের কি উপায় বের করে?