বইকে সঙ্গী করে লড়াই করছেন সোনালি বেন্দ্রে

বইকে সঙ্গী করে লড়াই করছেন সোনালি বেন্দ্রে

ভক্তদের নিশ্চিন্ত করতেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। এ বছর জুলাইতে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে চিকিৎসার জন্যে রয়েছেন নিউ ইয়র্কে। সেখানে তার প্রধান সঙ্গী হয়ে উঠেছে বই। পড়ছেন মার্কিন লেখক অমর টোলেলের ‘এ জেন্টলম্যান ইন মস্কো’।

গতকালে ইন্সটাগ্রামে বই হাতে নিজের একটি ছবি প্রকাশ করে বইটি নিয়ে ভালো লাগার কথা জানান। ওই বার্তায় তিনি বইটি অন্যদের পড়তেও আহ্বান জানান।

কেমোথেরাপির জন্য সোনালির মাথার চুল পড়ে গিয়েছে। কিন্তু সে ভাবেই নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর তাতেই শুভ কামনা আসছে ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছ থেকে।

সোনালির স্বামী গোল্ডি জানিয়েছিলেন, চিকিত্সকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালি। কয়েক মাস আগে তার শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার জেরে কিছু পরীক্ষা করাতে হয় তাকে। তাতেই তার ক্যানসার ধরা পড়ে।