ক্রীড়াবিশ্বে প্রতিদিন ঘটছে নানান ঘটনা। কেউ রেকর্ড করছেন, কেউবা শিরোনাম হচ্ছেন কেলেঙ্কারিতে জড়িয়ে। কারো ঐতিহাসিক জয়ে উজ্জীবিত হয় গোটা জাতি, ফের পরাজয়ে কেটে যায় নাক। সপ্তাহের প্রত্যেকটি দিনই কোন না কোন খেলায় বলার মত কিছু না কিছু হচ্ছে। গোটা সপ্তাহের স্পোর্টসের আলোচিত-সমালোচিত বিষয়গুলোর সারসংক্ষেপ তুলে ধরা ‘ফিরে দেখা সপ্তাহের’ ব্যানারে। নিশ্চয়ই বুঝে গেছেন এটি কোন বিশ্লেষণ নয়, স্রেফ ফেলে আসা সপ্তাহের ক্রীড়াঙ্গনে খানিক চোখ বুলানো…
- টেস্টে ৬ হাজারি ক্লাবে বিরাট কোহলির প্রবেশ।
- ফুটবলে অভিষেক হলো উসাইন বোল্টের।
- ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের ড্র।
- সাউদাম্পটনে চতুর্থ টেস্টে ভারতকে ৬০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গেল ইংল্যান্ড।
- সাফ সুজুকি কাপে উড়ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভূটানকে ২-০, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে লালসবুজরা।
- ইউএস ওপেন টেনিসের তৃতীয় রাউন্ড থেকে ফেদেরার-শারাপোভার বিদায়।
- টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক। আজ থেকে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্ট শেষে অবসর নিবেন তিনি।
- সপ্তাহের তারকা: “তপু বর্মণ” (ডিফেন্ডার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল)। ৮৫ মিনিটে হেডারে তপুর করা একমাত্র গোলে পাকিস্তানের বিরুদ্ধে আরাধ্য জয় পায় বাংলাদেশ।