বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় অনন্ত জলিলের নতুন সিনেমা

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় অনন্ত জলিলের নতুন সিনেমা

অনন্ত জলিল ভক্তদের দীর্ঘ প্রতিক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী বছরই আসছে অনন্ত জলিলের পরবর্তী সিনেমা ‘দ্বীন-দ্য ডে’ । বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় যথারীতি প্রধান চরিত্রে দেখা যাবে অনন্ত জলিল ও বর্ষাকে।

অনন্ত জলিলের নতুন এই সিনেমা নির্মিত হবে ‘মুনসুন ফিল্মস’ এবং ইরানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফারাবি সিনেমা ফাউন্ডেশন’র ব্যনারে। ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন অনন্ত জলিল।

ছবিটির চিত্রনাট্য করেছেন জনপ্রিয় চিত্রনাট্যকার ছটকু আহমেদ। তিনি জানান, ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব ফায়দা লুটতে চায়- ছবিতে আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্রে রাখা হয়েছে। এতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে। ইসলাম যে সন্ত্রাসবাদকে সমর্থন করে না সেটা দেখানো হবে। এজন্য এতে সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস-এর নামে নীরিহ মানুষ হত্যার বিষয়গুলো তুলে ধরা হবে।

অনন্ত বর্ষা ছাড়াও ইরান ও মরক্কো থেকে সিনেমার একজন নায়িকা ও বেশ কয়েকজন অভিনয়শিল্পী নেওয়া হবে। সিনেমাটির শুটিং হবে মরক্কো ও সিরিয়ায়। এর কাজ শুরু হবে  এবছর নভেম্বরে কিংবা ২০১৯ সালের শুরুতেই। এবং মুক্তি দেয়া হবে আগামী রোজার ঈদে।

এখন দেখার বিষয় দীর্ঘ বিরতির পর অনন্ত জলিলের নতুন এই সিনেমা দর্শক কিভাবে গ্রহণ। অনন্ত জলিল বলে বাড়তি আগ্রহতো থাকছেই।