সিলেটের রাজনীতিতে নতুন মুখ এমরান আহমদ চৌধুরী

সিলেটের রাজনীতিতে নতুন মুখ এমরান আহমদ চৌধুরী

সামনেই জাতীয় সংসদ নির্বাচন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য লড়াই করছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সেই সাথে দলটির প্রধান কারাবন্দি। প্রিয়নেত্রীকে কারাগারে রেখে কিছুতেই নির্বাচন সম্ভব। এতকিছুর পরও আশার ফুল হয়ে আছে। বিএনপি’র তরুণ নেতারা। সবকিছু সামলে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনেরও। তেমনি একজন সিলেট জেলা বিএনপি’র সাংগঠিনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)।

গত রবিবার গোলাপগঞ্জ এলাকায় কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। রাজনৈতিক দুঃসময়ে তরুণ নেতৃত্বের এমন সক্রিয়তা দলটিকে অনেক বেশি ভরসা দেবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এমরান আহমদ চৌধুরী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি।
এমরান আহমদ চৌধুরী রাজনীতি করেছেন তৃণমূল পর্যায়ে। তিনি বলেন, “তৃণমূলের একজন কর্মী হিসেবে এলাকার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। এলাকার সমস্যাগুলো সম্পর্কে আমি অবগত। উন্নয়নের জন্য আমার নিজস্ব পরিকল্পনা আছে। আন্দোলন, সংগ্রামে রাজপথের একজন কর্মী হিসেবে দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছি। আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও নির্যাতনের সম্মুখীন হয়েছি।”

তিনি আরো বলেন, “দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”

মাঠ পর্যায়ে এমরান চৌধুরীর জনপ্রিয়তা ভবিষ্যতে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ঠ। দেশ ও জনতার জন্য নিবেদিত তরুণ এই রাজনীতিবিদ যে দেশ ও দশের কল্যানে কাজ করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।