লিবিয়ার কারাগার থেকে পালিয়ে গেছে অন্তত ৪০০ কয়েদি। রাজধানী ত্রিপোলির নিকটবর্তী আইন জারা কারাগারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শহরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সুযোগে এসব বন্দি পালিয়ে যায়।
গতকাল রবিবার, আইন জারা কারাগারের দরজা ভেঙে তারা পালিয়ে যায় কয়েদিরা। কয়েদির তুলনায় পুলিশ কম থাকায় বাধা দেয়া সম্ভব হয়নি। অন্যদিকে কয়েদিরা উত্তেজিত থাকায় কোন পদক্ষেপ নেয়াও যায়নি।
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যূত ও নিহত হওয়ার পর জাতিসংঘ এবং পশ্চিমা সমর্থিত সরকার ক্ষমতা দখল করে। যার ফলে সেখানে অসংখ্য স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে। বেশ কিছু এলাকার দখলও তাদের হাতে রয়েছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় আইনশৃঙ্খলা বাহিনী। আর সেই সুযোগেই কারাবন্দিরা পালিয়ে যায়। এসময় শহরে জরুরি অবস্থা জারি ছিল।
আইন জারা কারাগারে আটক বন্দিদের বেশিরভাগই মুয়াম্মার গাদ্দাফির অনুসারী। ২০১১ সালে গাদ্দাফি বিরোধী গণ-অভ্যূত্থানের সময় এসব ব্যক্তি বিক্ষোভ দমন করতে বহু মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
ধারণা করা হচ্ছে, এসকল কয়েদি সংগঠিত হয়ে লিবিয়া নতুন করে সরকার বিরোধী আন্দোলনে লিপ্ত হতে পারে। আর তা হলে পশ্চিমা বিশ্বের মাথা ব্যাথার কারণ হবে দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর অভ্যূত্থান।