পাকিস্তানকে প্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল করল পেন্টাগন

পাকিস্তানকে প্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল করল পেন্টাগন

পাকিস্তানের জন্য প্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলার সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দক্ষিণ এশীয় নীতির সমর্থনে চূড়ান্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে দেয়া এ সহায়তা বাতিল করা হয়েছে। খবর আলজাজিরা’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পাকিস্তান সফরের দিনকয়েক আগে পেন্টাগন ইসলামাবাদকে দেয়া অর্থ সহায়তা বাতিলের এ ঘোষণা দেয়া হয়। পাকিস্তান সফরে দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পম্পেওর দেখা হওয়ার কথা রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কন ফকনারের বরাত দিয়ে এএফপি জানায়, বাতিল হওয়া এ অর্থের ছাড় আগে স্থগিত রাখা হয়েছিল। এখন পাকিস্তানকে দেয়ার বদলে ওই অর্থ সামরিক বাহিনী তাদের জরুরি অগ্রাধিকার বিভিন্ন প্রকল্পে খরচের পরিকল্পনা নিয়েছে বলেও মার্কিন এ সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কন ফকনার বলেন, সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখব আমরা।

পেন্টাগন ঘোষণা দিলেও অর্থ সহায়তা বাতিলের এ সিদ্ধান্তটি মার্কিন কংগ্রেসে অনুমোদিত হতে হবে বলে জানিয়েছে বিবিসি। জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া দেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শনিবার পেন্টাগন জানিয়েছে, জঙ্গিদের নিরাপদ অঞ্চলগুলোতে অভিযান চালাতে পাকিস্তানকে তাড়া দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানকে দেয়া ২০০ কোটি ডলারের মতো অর্থ সহায়তা স্থগিতের ঘোষণাও দেয়া হয়েছিল।