গরুর গুঁতা খেয়ে আইসিইউতে বিজেপির এমপি

গরুর গুঁতা খেয়ে আইসিইউতে বিজেপির এমপি

গরুর গুঁতা খেয়ে ভারতের লোকসভা সদস্য ভারতীয় জনতা পার্টির এক নেতা হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন ও তার পাঁজরের হাড় ভেঙে গেছে।

এর পর বিজেপি নেতা লিলাধরকে বাঘলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ৮৩ বছরের লিলাধর গুজরাটের গান্ধীনগরে নিজ বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন।

ওই সময় হঠাৎ করেই একটি গরু তার দিকে তেড়ে আসে এবং তাকে প্রচণ্ড জোরে গুঁতা মারে। এতে তিনি মাথায় আঘাত পান এবং তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন।

লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।