আজ মাঠে নামছে লিভারপুল, চেলসি এবং সিটি

আজ মাঠে নামছে লিভারপুল, চেলসি এবং সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে আজ মাঠে নামবে লিভারপুল, চেলসি এবং সিটি। লা লিগায় আজ ম্যাচ রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের। দেখে নেয়া যাক দলগুলোর অবস্থান এবং ম্যাচের কি ফ্যাক্ট।

 

লিস্টার-লিভারপুল 

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল আজ আতিথ্য নিবে লিস্টারের। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে রুপকথার জন্ম দেয়া দলটি।

  • ৯০/৯১ মৌসুমের পর প্রথমবারের মত প্রথম চারটি ম্যাচ টানা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিভারপুল। সে সময় তাদের ডাগ আউটে ছিল ক্লাব লিজেন্ড কেনি ডালগ্লিস
  • প্রিমিয়ার লিগে সর্বশেষ চারটি জয়েই লিভারপুল ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে
  • নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে লিস্টার

ম্যাচ শুরু : বিকাল ৫.৩০

 

চেলসি-বোর্নমাউথ 

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চেলসি নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা বোর্নমাউথের

  • স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের সর্বশেষ তিন ম্যাচের দুটিতে জিতেছে বোর্নমাউথ
  • ষষ্ঠবারের মত মৌসুমের প্রথম চারটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে চেলসি
  • প্রথমবারের মত টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বোর্নমাউথ

ম্যাচ শুরু : রাত ৮.০০ 

 

ম্যানচেস্টার সিটি-নিউক্যাসল 

পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা সিটিজেনরা নিজেদের মাঠে আতিথ্য দিবে টেবিলের ষোলতম দল নিউক্যাসলকে।

  • নিউক্যাসলের বিপক্ষে সর্বশেষ ২১ ম্যাচে হারের মুখ দেখেনি সিটি
  • ইতিহাদে সর্বশেষ নয়টি ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছে নিউক্যাসল। ৬ টি গোল করার বিপরীতে হজম করেছে ৩২ গোল
  • ২০১৮ সালে ইতিহাদে প্রিমিয়ার লিগে সাত ম্যাচে বারোটি গোল করেছেন সার্জিও আগুয়েরো

ম্যাচ শুরু : রাত ১০.৩০