অভিষেক বচ্চন- ঐশ্বরিয়া রায়। বচ্চন পরিবারের এই দম্পতিকে শেষবার একসাথে দেখা গিয়েছিল ২০১০ সালে। সিনেমার নাম ছিল ‘রাবন’। এরপর দু’জনই সিনেমা করেছেন। কিন্তু একসাথে নয়। আট বছরের সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ভারতের আলোচিত চলচ্চিত্রকার অনুরাগ কাশ্যপের সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তারা।
নতুন এই সিনেমার নাম ‘গোলাব জামুন’। একসাথে কাজ করা নিয়ে ৪৪ বছর বয়েসি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন বলেন, “আমি গত বছরই এই কাজের জন্য রাজি হয়ে যাই। সেই সময় অভিষেক তার কাজের পর্যালোচনা করতেই ছোট বিরতি নিয়েছিলেন। এটা প্রকৃতই একটি ভাল পদক্ষেপ, সমস্ত পেশাদার মানুষেরই এভাবে এগোনো উচিত।”
অভিষেক বচ্চনের পরবর্তী সিনেবা ‘মানমরজিয়া’, যা সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে। এই সিনেমাটিও অনুরাগ কাশ্যপের। এতে অভিষেকের সাথে রয়েছে ভিকি কৌশল ও তাপসী পান্নু। হাইসফুলের পর আর কোন সিনেমায় চুক্তিবদ্ধ না হওয়া অভিষেকের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলে বিগ বি। তিনি বলেন, “প্রথম ইনিংস বা দ্বিতীয় ইনিংস কি না জানি না। ও কাজ করছে, আর আমি ওর কাজ দেখার অপেক্ষায় রয়েছি।”
ঐশ্বরিয়ার হাতে এখন রয়েছে জেসমিন এবং ওহ কৌন থি’র রিমেক এবং রাত অউর দিনের মতো সিনেমার কাজ। তিনি বলেন, “আমি এই সারোগেসির গল্প (জেসমিন) নির্মাতাদের আবার নতুন করে লিখতেও বলেছি। ওহ কোউন থি এবং রাত অউর দিনের গল্পের আইডিয়া অবশ্য চমৎকার। সেই সময়ের সিনেমার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, তাই সেগুলোর সাথে যাতে ঠিকঠাক কাজই হয় সেটা নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান, সঞ্জয় দত্তের সঙ্গে ‘শব্দ’ সিনেমার শ্যুটিং এর সময় সঞ্জয় তাঁকে বলেন কখনও রাত অউর দিনের রিমেক হলে নার্গিস দত্তের ভূমিকায় তাঁরই অভিনয় করা উচিত।
দেখা যাক, নতুন এই সিনেমায় দম্পতি জুটি কেমন করেন?