ফিরে দেখা সপ্তাহ; ক্রীড়াঙ্গন

ফিরে দেখা সপ্তাহ; ক্রীড়াঙ্গন

ক্রীড়াবিশ্বে প্রতিদিন ঘটছে নানান ঘটনা। কেউ রেকর্ড করছেন, কেউবা শিরোনাম হচ্ছেন কেলেঙ্কারিতে জড়িয়ে। কারো ঐতিহাসিক জয়ে উজ্জীবিত হয় গোটা জাতি, ফের পরাজয়ে কেটে যায় নাক। সপ্তাহের প্রত্যেকটি দিনই কোন না কোন খেলায় বলার মত কিছু না কিছু হচ্ছে। গোটা সপ্তাহের স্পোর্টসের আলোচিত-সমালোচিত বিষয়গুলোর সারসংক্ষেপ তুলে ধরা ‘ফিরে দেখা সপ্তাহের’ ব্যানারে। নিশ্চয়ই বুঝে গেছেন এটি কোন বিশ্লেষণ নয়, স্রেফ ফেলে আসা সপ্তাহের ক্রীড়াঙ্গনে খানিক চোখ বুলানো…

• সপ্তাহের শুরুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস বনাম বার্বাডোজ ট্রাইডেন্টস ম্যাচে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের বোলিং ফিগার ছিল এমন, ৪-৩-১-২! প্রথম ২৩ বলই ডট! টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে এর আগে এতটা মিতব্যয়ী বোলিং কেউ করতে পারেননি। ইকোনমি রেট মাত্র. ২৫।

• এবার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যান বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। স্ত্রীকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

• সদ্য সমাপ্ত সপ্তাহেই পর্দা ওঠে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ‘ইউএস ওপেন টেনিস ২০১৮’ এর। টুর্নামেন্টের এটি ৫০তম আসর।

• এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।

• নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ০-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

• প্রথমবারের মত উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

• অনুষ্ঠিত হয় ২০১৮-১৯ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান।

• আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

• যাচ্ছেতাই সপ্তাহ কাটলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং মরিনহোর।