কুরবানীর ঈদ নিয়ে আতঙ্কে ভারতের মুসলমানরা

কুরবানীর ঈদ নিয়ে আতঙ্কে ভারতের মুসলমানরা

কুরবানীর ঈদকে ঘিরে ভারতীয় মুসলমানদের মধ্যে বিরাজ করছে ভয়াবহ আতঙ্ক। কুরবানী ঈদের প্রধান একটি বিষয় পশু কুরবানী। ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে গরুই নির্বাচন করা হয় কুরবানীর দেয়ার জন্য। অথচ কট্টরপন্থী হিন্দুদের হুমকির মুখে পড়েছে ভারতের মুসলমানরা। এতদিন উগ্রপন্থী হিন্দুদের কাছ থেকে হুমকি আসলেও এবার সরাসরি রাষ্ট্রের কর্তাদের কাছ থেকে সে হুমকি আসল। উত্তরপ্রদেশের বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং সে ঘোষণা দিলেন। তিনি বলেন, বকরি ঈদে রাজ্যে কোন গো হত্যা করা চলবে না। সরকারি কর্মকর্তাদের এ নির্দেশ দিয়ে তিনি মুসলিম অধ্যুষিত এলাকায় নজদারি চালাতে বলেন।

এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যটির বিভিন্ন জেলা প্রশাসকদেও কাছে পৌঁছে দিয়েছেন তিনি। এজন্য শুধু নজরদারি নয়, অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন পুলিশকে। বলা হয়েছে, গরু চোরাচালান বা গোহত্যা যেন না হয় তা কঠোর ভাবে দেখতে হবে।

২২ আগস্ট ভারতে কুরবানীর ঈদ। ইসলাম ধর্মেও রীতি অনুযায়ী তারা গরু কুরবানী দেবে। কিন্তু ভারতীয় উগ্রপন্থী এমন হুমকি যদি কার্যকর হয় তাহলে পুনরায় দেশটি ধর্মীয় সহিংসতার মধ্যে পড়বে। পূর্বেও এনিয়ে প্রশাসন এবং জনগণের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিঘ্নিত হয়েছে আইন শৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সংঘর্ষকে আরও বেশি উস্কে দিলো বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে গরু চোরাচালান কিংবা গো হত্যার অভিযোগে ভারতে গনধোলাই এর পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। হয়তো সেই উত্তেজনা এবার ঈদের দিন পরিণতির দিকে ধাবিত হবে। অন্যদিকে দেশটির কেন্দ্রীয় শাসকেরা এই সমস্যা সমাধান না করে উল্টো গোহত্যা (গরু জবাই) বন্ধ করতে বলছে।