ইন্দোনেশিয়ার চন্দ্রবাঘা স্টেডিয়ামে রবিবার সন্ধ্যার সবটুকু আলো কেড়ে নিলেন জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হার, পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে থাইল্যান্ডের সঙ্গে ড্র, সবকিছু ছাপিয়ে গেল র্যাংকিং এ ৯৬ ধাপ এগিয়ে থাকা কাতারের বিরুদ্ধে পাওয়া জয়!
বামপ্রান্ত থেকে আসা পাস খুঁজে নেয় জামাল ভূঁইয়ার পা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে মাটি কামড়ানো শট আশ্রয় নেয় কাতারের জালে। ম্যাচঘড়িতে মিনিট চলছে ৯০ যোগ ২! বাংলাদেশ ১, কাতার ০। অধিনায়কের গোলে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতোন কাতারকে হারালো বাংলাদেশ। এই প্রথমই শেষ নয়! শেষ মূহুর্তের জয়ে এশিয়ান গেমসে প্রথমবার নকআউটে পৌঁছুল লালসবুজ।
ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। প্রথমার্ধ্বে কাতারের ফ্রি কিক ব্যর্থ হয় বারে লেগে। বাংলাদেশ গোল পাবার আগে মিনিটেই হ্যান্ডবলের আবেদন করে কাতার। রেফারি তাতে সায় দেননি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা কাতার পেতে পারত আরো অন্তত গোটা দুয়েক গোল। সুযোগ পেয়েছিল জামালরাও। ম্যাচের ১৭তম মিনিটে কাতার গোলরক্ষককে একা পেয়েও পারেননি মাহবুব। প্রথমার্ধ্বে তপু বর্মন দারুণ হেডার, দ্বিতীয়ার্ধ্বে বিপ্লবের শট ঠেকিয়ে কাতারকে বিপদমুক্ত রাখেন গোলরক্ষক।
শেষ ভাল যার সব ভাল তার। ডি বক্সে বাংলাদেশি খেলোয়াড় ত্রিপুরার হাতে বল লাগলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। উল্টো সেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে স্বস্তি এনে দিলেন জামাল ভূঁইয়া। এক দিনে দুটো ইতিহাস রচনা করা গোলটি এনে দিল জয়ও। ৩ ম্যাচে ১ জয়, ১ ড্র, ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ বাংলাদেশ ২৪ আগস্ট নকআউটে নামবে ইরানে বিপক্ষে।