জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। আজ শনিবার ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডের বার্নের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কফি আনান ফাউন্ডেশন এক টুইটবার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

টুইট বার্তায় বলা হয়, কফি আনান পরিবার এবং কফি আনান ফাউন্ডেশন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, জাতিসংঘের সাবেক মহাসচিব, নোবেল বিজয়ী কফি আনান শনিবার ১৮ আগস্ট স্বল্প অসুস্থতার পর শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।

কফি আনান ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদের জাতিসংঘের মহাসচিবের দ্বায়িত্ব পালন করেন। যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করায় ২০০১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন।

গত কয়েক বছর ধরে কফি আনান স্ত্রী সন্তানদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছিলেন। আজ শনিবার মৃত্যুর সময় তার স্ত্রী-কন্যা পাশে ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

উল্লেখ্য, কফি আনান ১৯৩৮ সালে ঘানায় জন্মগ্রহণ করেন। মহাসচিব হওয়ার আগে তিনি ছিলেন ঘানার একজন কূটনীতিবিদ। কফি আনান ‘কফি আনান ফাইন্ডেশন’ এবং দ্যা এল্ডারস’ এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।