অস্ট্রেলিয়ার অভিবাসী মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির এক সিনেটর। বুধবার সংসদে অনুপ্রবেশ নিয়ে কথা বলতে গিয়ে কনজারভেটিভ ক্যাটারস অস্ট্রেলিয়ান পার্টির সদস্য ও সাংসদ ফ্রাসের অ্যানিং মুসলিমদের বিষাক্ত জেলিবিনের সাথে তুলনা করেছেন।
তার এই মন্তব্যের পরেই তার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠে দেশটির সর্বস্তরের জনগণ। ফ্রাসের এমন মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলসহ অন্যান্য সাংসদেরা। তাদের মতে, এ ধরণের মন্তব্য কখনোই কোন দেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনে না।
অন্যদিকে সমালোচনায় কান না দিয়ে ফ্রাসের অ্যানিং ‘সিডনি টকব্যাক’ রেডিওতে এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেছেন। তার মতে, যদি আপনার কাছে এক বোতল জেলিবিন থাকে, আর তার মধ্যে যেকোন তিনটি জেলিবিন বিষাক্ত হয়, তবে আপনি কোনও জেলিবিনই খাবেন না। তাই এদের মধ্যে কে সৎ আর কে অসৎ, তা বোঝা মুশকিল। তাই অনুপ্রবেশ ও অভিবাসন বন্ধ হওয়া উচিত।
তিনি মুসলিমদের সন্ত্রাসবাদী কাজ ও বিভিন্ন অপরাধের জন্যও দায়ী করেন। এ বিষয়ে ফ্রাসের বলেন, অস্ট্রেলিয়ায় জঙ্গি হানা রুখতে মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করাই সর্বশেষ সমাধান। এছাড়া তার এই প্রস্তাব বাস্তবায়নের তিনি গণভোটের দাবিও করেন।
উল্লেখ্য, সংসদে তার এই বক্তব্যের পর অনেকেই তার সমালোচনা করে বক্তব্য দেন।