ফেসবুকে কী বলেছিলেন আত্মহত্যাকারী ঢাবি ছাত্র

ফেসবুকে কী বলেছিলেন আত্মহত্যাকারী ঢাবি ছাত্র

দেশের বিদ্যমান সরকার ব্যবস্থায় সীমাহীন দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার দৈন্যতার কথা বলে হতাশা প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সঙ্গীত বিভাগের ছাত্র মুশফিক মাহবুব শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী। গতকাল বুধবার সেনানিবাস এলাকার বাসার সাত তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

গতকাল সকাল নয়টা ৪৯ মিনিটে তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি বলেছেন, “যখন পুরো ব্যবস্থাটাই দুর্নীতিতে নিমজ্জিত তখন আর কোন কথা বলার অধিকার থাকে না। এটা এমন সময় যখন আপনার বক্তব্যের কোনই দাম নেই। অতএব কথা বলা বন্ধ করে সরকারের তাঁবেদারি করতে থাকুন এবং দাসের মতো শুধু স্তুতি গাইতে থাকুন।”

“আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করে দেয় আমরা কী করবো না করবো। এর ফলে আমাদেরকে জেলে ঢোকানো থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে হত্যা করে লাশটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কী মনে হয়? এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে?” প্রশ্ন রাখেন মুশফিক।

‘এটাই কি গণতন্ত্র, নাকি গণতন্ত্রের নামে ক্ষমতাবানদের প্রশংসা ও আনুগত্যের উপায় মাত্র?’ এমন প্রশ্ন করে মুশফিক মাহবুব লেখেন, আপনার হাতে শুধু গানপাউডার আছে বলে আজ আপনি এমনটা করতে পারছেন, (আপনাদের মনে রাখা উচিত) এই ক্ষমতাই পৃথিবীর সব ক্ষমততা নয়।

শেষ বাক্যে মুশফিক বলেন, বাংলাদেশি হিসেবে আমি স্বাধীনতা চাই, যদি এজন্য আমাকে মরতেও হয়…

where the system is corrupted u can't have the minimum right to say anything,,, its time to understand ur voice stands…

Posted by Mushfiq Mahbub on Tuesday, August 14, 2018

এর আগে গত ১০ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে মুশফিক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘পতিতাদের নিজের অাত্মসম্মান আছে, তাদের ক্রেতাদের সকল চাহিদা পূরণ করতে তাদের বাধ্যতা নেই।’ এই পোস্টের শেষে তিনি বাংলাদেশের রাজনীতিকে ধিক্কার জানিয়ে হ্যাশট্যাগ দিয়ে শেইম অন বিডি পলিটিক্স লেখেন।