‘জীবন দিয়ে হলেও বাংলাদেশি হিসেবে আমি স্বাধীনতা চাই’

‘জীবন দিয়ে হলেও বাংলাদেশি হিসেবে আমি স্বাধীনতা চাই’

গতকাল বুধবার রাতে রাজধানীর ঢাকা সেনানিবাস এলাকায় ছাদ থেকে লাফিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে৷ নিহত ছাত্রের নাম মুশফিক মাহবুব৷

সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের এবং বিজয় একাত্তর হলের অনাবাসিক শিক্ষার্থী। নিহত ছাত্রের বাড়ি রংপুর জেলায় এবং তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

গতকাল সকাল নয়টা উনচল্লিশ মিনিটে দেশের শিক্ষা ও শাসন ব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন মুশফিক মাহবুব৷ স্ট্যাটাসের শেষে মুশফিক মাহবুব লেখেন, ‘আই ওয়ান্ট ফ্রিডম অ্যাজ এ বাংলাদেশি…ইভেন ইফ ইট কিলস মি ফর দ্য রিজন৷’ অর্থাৎ ‘বাংলাদেশি হিসেবে আমি স্বাধীনতা চাই, এর জন্যে যদি জীবনও দিতে হয়।’

where the system is corrupted u can't have the minimum right to say anything,,, its time to understand ur voice stands…

Posted by Mushfiq Mahbub on Tuesday, August 14, 2018

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মুশফিক মাহবুবের এক বন্ধু বলেন, ‘আমরা জানতে পেরেছি,গতকাল রাত আটটার দিকে সে বাড়ির বাইরে যায়৷ শেষবার বাবার সাথে তার কথা হয়৷ রাত ১১টা বেজে গেলেও সে বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বাইরে গেলে বাড়ির সামনে তার রক্তমাখা লাশ পাওয়া যায়৷’

নিহত মুশফিক মাহবুবের এই বন্ধু আরও জানান, ‘সে খুব স্বাধীনচেতা ছিল৷ কেউ ডিপ্রেশনে ভুগলে তাকে সে কাউন্সেলিং করত৷ তার তেমন কোনও আর্থিক সমস্যা ছিল না৷ তবে দেশের শিক্ষাব্যবস্থার ওপর তার ক্ষোভ ছিল৷ প্রায়ই আড্ডায় সে ক্ষোভ প্রকাশ করত৷ তবে কী কারণে সে আত্মহত্যা করেছে আমরা জানতে পারিনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সঙ্গীত বিভাগের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সে বাড়ির ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে৷ এই মুহূর্তে শোকার্ত পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না৷ আমরা পরে কথা বলবো তাদের সাথে।’