রোনালদোবিহীন নতুন রিয়াল কেমন হতে পারে?

রোনালদোবিহীন নতুন রিয়াল কেমন হতে পারে?

রোনালদোবিহীন রিয়াল নতুন মৌসুমে কেমন করে সেটি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। রোনালদোর আগেই বার্নাব্যুকে বিদায় বলেছেন জিদান। মূল দুই ব্যক্তিকে ছাড়া রিয়াল কতটা কি করতে পারে সেটি নিয়ে সন্দিহান অনেকেই। জিদানের ছেড়ে যাওয়া হট সিটে বসেছেন স্পেন জাতীয় দলের সাবেক কোচ লোপের্তোগুই। তার অধীনে কিভাবে সাজতে পারে রিয়াল তা নিয়ে এই লেখা।

রিয়াল মাদ্রিদ সচরাচর ৪-৩-৩ ফর্মেশনই খেলে আসছে। যেখানে দুই উইংগার ও এক স্ট্রাইকার নিয়ে মূল ফরওয়ার্ড লাইন সাজানো হয়। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ে তার ফেলে যাওয়া লেফট উইংগে কে নিয়মিত খেলবেন সেটি এখনো নিশ্চিত করেননি লাপোর্তেগুই।

নতুন কোচ লাপুর্তেগুই একজন পুরোদস্তর স্প্যানিশ। জাতীয় দলকে কোচিং করানোর সুবাদে ইস্কোর প্রতি তার যে আলাদা নজর সবসময়ই ছিল তা কারোর নজর এড়ায়নি। তাই ধারণা করা যাচ্ছে ইস্কোকেই মেইন ম্যান হিসাবে রেখে স্কোয়াড সাজাতে পারেন কোচ। সেক্ষেত্রে কোচ দলকে ৪-৪-২ ডায়মন্ড সেইপ ফর্মেশনে খেলাবেন। যেখানে এটার্কিং মিডে থাকবেন ইস্কো ; খেলবেন ফ্রি রোলে! ফলে ক্রিয়েটিভ ফ্রি রোলে খেলে মিড দখলের সাথে সাথে ড্রিবলিং দক্ষতা দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাংগতেও সাহায্য করবেন তিনি।

ফরওয়ার্ড লাইনের দুই সদস্য থাকবেন অভিজ্ঞ বেঞ্জামা ও গ্যারেথ বেল। যেখানে রোনালদোকে স্পেস দেওয়ার কাজ থেকে মুক্ত হয়ে একেবারে আগের মত পুরোদস্তর মূল স্ট্রাইকার হিসাবে খেলবেন বেনজেমা। তবে এল গ্যালাক্টিকোদের গোল মেশিন হিসাবে থাকবেন কিন্তু গ্যারেথ বেলই!

ব্যাকআপ হিসাবে থাকবেন এসেন্সিও, লুকাস ভাসকুয়েজ, বোর্জা মায়োরেল ও ভিনিসিয়াস জুনিয়র। উল্লেখ্য যে, যদি কোচ ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজান এবং ক্রস নির্ভর খেলা খেলান সেক্ষেত্রে লেফট উইংগে শুরু থেকেই খেলবেন এসেন্সিও ; যার ব্যাকআপ ভিনিসিয়াস জুনিয়র। বেঞ্জামা ও বেলের ব্যাকআপ থাকবেন যথাক্রমে মায়োরেল ও ভাসকুয়েজ। অর্থাৎ শুরুর একাদশে থাকবেন না ইস্কো; খেলবেন সাবস্টিটিউট হয়ে।

মিডফিল্ড’এ বাকি ৩ জন যথারীতি ক্রুস, মদ্রিচ ও ক্যাসিমিরো। এই ট্রয়ো নিয়েই বর্তমান রিয়ালের মিডফিল্ড। যাদের ব্যাকআপ হিসাবে থাকবে মার্কোস লরেন্তে ও দানি সাবেয়াস। যদি ৪-৩-৩ এ খেলে মাদ্রিদ তবে ইস্কোকে মিড ফিল্ডেও দেখা যেতে পারে সাবস্টিটিউট হিসাবে।

গোলরক্ষক হিসাবে খেলা বুঝে রোটেট করে খেলবেন নাভাস ও নতুন সংযোজন কোর্তোয়া। সম্ভবত লিগে কর্তোয়া এবং কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগে নাভাসকে অবস্থা বুঝে খেলাবেন কোচ।

ডিফেন্সে ৪ জন থাকছেন আগের মতই। সেন্টার ব্যাক হিসাবে রামোস ও ভারান খেলবে। যাদের ব্যাকআপ ভালেহো ও নাচো ফার্নান্দেজ। লেফটব্যাকে মার্সেলো ; যার ব্যাকআপ লোন থেকে ফিরে আসা ফ্যাবিও কোয়েন্ত্রাও। রাইটব্যাকে কার্ভাহাল ; যার ব্যাকআপ হিসাবে খেলবে নতুন সংযোজন হওয়া অদ্রিজোলা।

গতবার রাইটব্যাকে কার্ভাহালের যোগ্য ব্যাকআপ না থাকলেও এবার অদ্রিজোলাকে কিনে রেখেছে মাদ্রিদ ম্যানেজমেন্ট। এই দুজনকেই ম্যাচ বুঝে নামাবেন কোচ।

সাবস্টিটিউট হিসাবে বেশিরভাগ ম্যাচেই নামবেন এসেন্সিও, লুকাস ভাস্কুয়েজ ও দানি সাবেয়াস।

তাই দেখা যাচ্ছে রোনালদো না থাকলেও হাতে রসদের কমতি নেই লোপের্তেগুই’র। বরং রোনালদোর ছায়া থেকে বের হয়ে এসে নিজেকে নতুন করে চেনানোর সুযোগ বেলের সামনে। আর রিয়াল যে ওয়ান ম্যান টিম নয় বরং দল হিসাবে খেলেই সফল সেটি প্রমাণের তাড়না থাকবে বাকিদের জন্য। নতুন রিয়ালের প্রথম পরীক্ষা আজ নগর প্রতিদ্বন্দী অ্যাতলেটিকো। এ ম্যাচ দিয়েই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কোথায় কাজ করতে হবে, আর কোন জায়গাগুলো এখনো শক্তিশালী। সে যাই হোক নয় বছর পর নতুন রুপে রিয়ালকে দেখাটা যে আকর্ষনীয় হবে তা বলাই বাহুল্য।