মৌসুম শুরুই হয়েছে সবে। এমতাবস্থায় কোনো কোচের ভবিষ্যত নিয়ে আলোচনা এক প্রকার আহম্মকিই বলা যায়। বিষয়টি বিবেচনায় রেখেই ইউনাইটেডে মরিনহোর ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যেই। এমনকি বাজিকর প্রতিষ্ঠানগুলোতেও মরিনহো ইউনাইটেডের হয়ে মৌসুম শেষ করতে পারবেন কি না তা নিয়ে বাজি খুলে বসেছে!
মরিনহোর সাথে ম্যানেজমেন্টের সমস্যা নতুন নয়। এর আগে মাদ্রিদ এবং চেলসি থেকে তিক্ত পরিস্থিতেই বিদায় নিতে হয়েছিল স্বঘোষিত স্পেশাল ওয়ানকে। ধারণা করা হচ্ছিল অতীত থেকে শিক্ষা নিয়ে ইউনাইটেড অধ্যায়টা নতুন করেই লিখবেন তিনি। অন্তত যেভাবে একাধিকবার স্যার ফার্গুসন এবং ওয়েঙ্গারের পদাঙ্ক অনুসরণের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাতে এমন ভাবাটাই ছিল স্বাভাবিক। সাজানো চিত্রনাট্য অনুযায়ীই যদি চলবেন তবে আর তিনি মরিনহো কেন?
গেল মৌসুমেই একাধিকবার খেলোয়াড়দের প্রকাশ্য সমালোচনা করে দলের অন্দরে জন্ম দিয়েছেন অশোন্তোষের। বিশেষ করে দলের সবচেয়ে বড় তারকা পগবার সাথে সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। চলতি মৌসুমের প্রথম ম্যাচে পগবাকে অধিনায়ক করে দল সাজালেও দুজনের মধ্যকার দুরত্ব যে সামান্যও কমেনি তা বোঝা গিয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পগবার কথাতেই। মরিনহোয় বিরক্ত হয়ে মার্শিয়াল-রাশফোর্ডদের মতো তরুণরা নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন বলেও সংবাদ প্রকাশ হয়েছে বেশ কবারই। নতুন খেলোয়াড়দের ওল্ড ট্রাফোর্ডে অনীহার অন্যতম কারণও বলা হচ্ছে মরিনহোকেই।
খেলোয়াড়দের সাথে এই যখন অবস্থা তখন প্রাক মৌসুমে মরিনহো বিবাদে জড়ানোর জন্য বেছে নিয়েছেন ক্লাব অফিসিয়ালদের। ট্রান্সফার নিয়ে নিজের অসন্তোষের কথা জানান দিয়েছেন সরবে, পুরো প্রাক মৌসুম জুড়েই। মরিনহোর দেয়া খেলোয়াড়দের বয়স, দাম বা কার্যকারিতা; কোনোটাই আকর্ষণীয় ঠেকেনি বোর্ডের কাছে। যার ফলে হতাশ মরিনহো নিজেকে দাবি করেছেন হেড কোচ হিসাবে। যার দায়িত্ব শুধুই মূল দল সামলানো!
এই যখন অবস্থা তখন নতুন তথ্য মতে নিজেদের ইতিহাসের প্রথমবারের মত ডিরেক্টর অফ ফুটবল নিয়োগ দিতে যাচ্ছে ইউনাইটেড। বলাই বাহুল্য, এতে মরিনহোর খুশি হবার সামান্যতম কারণও নেই। এমনিতেই যখন কতৃত্বের প্রশ্নে তিনি প্রশ্নের সম্মুখীন তখন আরো একজন বাড়তি কর্তা তেতোই ঠেকবার কথা। এমতাবস্থায় মরিনহোর ইউনাইটেড অধ্যায় আর কতটা দীর্ঘ হয় সেটিই এখন দেখার বিষয়। বিশ্লেষকদের মতে চলতি পরিস্থিতির নাটকীয় পরিবর্তন না ঘটলে মৌসুমের মাঝপথেই নতুন বস পেতে যাচ্ছে ইউনাইটেড! আরো একবার ঘরছাড়া হতে যাচ্ছেন স্বঘোষিত স্পেশাল ওয়ান।