আর্সেন উত্তর আর্সেনাল যুগের শুচনাটা হলো দুঃস্বপ্নের মত। সিটিজেনদের দুই তারকা স্টার্লিং এবং সিলভার জোড়া আঘাতে ধসে পড়েছে গোলান্দাজদের রক্ষণ। কান্ডারির ভূমিকায় ওয়েনগারের স্থলাভিষিক্ত এমেরি অসহায় পরাজয় বরণ করে নিলেন পেপ গার্দিওলার কাছে।
অপর দিকে ব্লুজদের ডাগ আউটে প্রথমবার দাড়িয়েই জয়ের নির্মল স্বাদ পেয়েছেন সারি। হাডার্সফিল্ডের বিপক্ষে চেলসির জয়টি এসেছে ৩-০ গোলের সহজ ব্যবধানে। প্রথম ম্যাচে ‘সারি বল’ এর প্রদর্শনী দেখা না গেলেও উইলিয়ান-কান্তেরা আশার আলোই দেখাচ্ছেন সমর্থকদের। সারিও আশাবাদী উজ্জ্বল ভবিষ্যত নিয়ে। চেলসিতে নাপোলির সারি বল না বরং নতুন কৌশলের প্রতিশ্রুতিই দিলেন তিনি। সারির স্বভাবসিদ্ধ আক্রমণাত্বক ফুটবলের নতুন রুপ দেখাটা হবে নিঃসন্দেহে আকর্ষণীয়।
চেলসি-আর্সেনাল দু’দলই নতুন কোচের অধীনে শুরু করলেও দু’পক্ষের ভিন্ন রকম রাত কাটার কারণ আছে বৈকি। অবশ্যই হাডার্সফিল্ডের তুলনায় সিটি প্রতিপক্ষ হিসাবে শক্তিশালী। কিন্তু এটুকু বলেই পার পেয়ে যাবেন না এমেরি। ওয়েঙ্গারের আলোচিত-সমালোচিত ট্রান্সফার পলিসি বদলে তার সামনে সুযোগ ছিল দলটাকে নতুন করে ঢেলে সাজাবার। অন্তত সাধারন গানার্স সমর্থকদের প্রত্যাশাটি তেমনই ছিল। কিন্তু সে পথে না হেঁটে এমেরি যাদের কিনেছেন তাদের দিয়ে প্রিমিয়ার লিগের মতন আসরে লড়াই করা যায় কি না সে প্রশ্নটি এখনি উঠতে শুরু করেছে।
অপর দিকে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সারি যেন জানতেন তিনি ঠিক কী করতে চাইছেন। নাপোলি থেকে নিজের সাথে নিয়ে এসেছেন জর্জিনহোকে। রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে ভিড়িয়েছেন কেপাকেও। প্রথম ম্যাচে কেপাকে সে অর্থে বড় কোনো পরীক্ষা দিতে না হলেও জর্জিনহো বেশ আলো ছড়িয়েছেন। প্রথমার্ধের আড়ষ্টতা কাটিয়ে দ্বিতীয়ার্ধের চেলসি খেলেছে চমৎকার ফুটবল। সারি যেমনটি বলেছেন, সামনের চারটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ; কারণ এ সময়ে খেলার চাপ থাকবে কম এবং এরই মধ্যে চেলসিকে ধাতস্ত হতে হবে নতুন ধারায়।
একদিকে সব কিছুই যেমন সাজানো গোছানো মনে হচ্ছে অপর দিকে পুরোটাই যেন মেসড আপ। ওয়েনগারের বিদায়ের পর এমেরিই উপযুক্ত বিকল্প কি না সে প্রশ্নটি শুরুতেই উঠেছিল। এক ম্যাচই কাউকে মাপার মানদন্ড না হলেও, শুরুটা সে প্রশ্নটাকে দিচ্ছে শক্ত ভিত্তি। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে আর্সেনাল এবং চেলসি। এখন দেখার বিষয় সারির সাজানো বাগান আরো সুন্দর করে সাজে নাকি এমেরির গোলান্দাজরা সে বাগান গুড়িয়ে জয় নিয়ে ম্যাচ শেষ করতে পারে।