ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী উমর খালিদ গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার নয়া দিল্লীর কনস্টিটিউশন ক্লাবের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বেলা ২টার দিকে যখন উমর খালিদ ‘টুওয়ার্ডস এ ফ্রিডম উইথআউট ফিয়ার’ শিরোনামের এক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে একজন ব্যক্তি বন্দুক তাক করে এবং গুলি করে।
প্রত্যক্ষদর্শীদের বলছেন, খালিদকে লক্ষ করে গুলি ছোড়া হয়নি, ফাকা গুলি ছোড়ার সময় তার গায়ে এসে লেগেছ।হামলাকারীকে সনাক্ত করতে পুলিশ তৎক্ষণাৎ ক্লাবের সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এবং আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ঘটনাস্থলে উচ্চ-নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরকম নিরাপত্তাবেষ্টনীর মধ্যে এ ধরণের হামলার ঘটনা উদ্বেগের জন্ম দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।