গতকাল রাত ১টায় হয়ে গেল মৌসুমের প্রথম ম্যাচ। এলেক্স ফার্গুসনের পরে চলে গেলেন আর্সেন ওয়েঙ্গারও। এই মৌসুমে প্রিমিয়ার লিগের ডাগ আউটে দেখা যাবে না আর্সেন ওয়েঙ্গারকে। মৌসুমের প্রথম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের মুখোমুখি হয়েছিল রূপকথার রচয়িতা লিস্টার সিটি। ভক্তরা রাত জেগে প্রতিদ্বন্দিতাপূর্ণ একটা ম্যাচের আশা করলেও শেষ দশ মিনিট বাদ দিলে পুরো খেলাই ছিল ম্যাড়মেড়ে।
ম্যাচের তৃতীয় মিনিটে লেস্টার সিটির ডি বক্সে ম্যানইউর ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের শট ডেনিয়েল অ্যামার্টির হাতে লাগলে পেনাল্টি পায় ম্যানইউ। পেনাল্টি থেকে শট নেন ফরাসি তারকা পগবা। পগবার শট জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর লেস্টার সিটি বল দখল নিয়ে খেললেও খেলা চলে মাঝমাঠেই। দু-একটি ভালো সুযোগ পেয়েও প্রথমার্ধে সেগুলো কাজে লাগাতে পারেনি লেস্টার সিটির খেলোয়াড়েরা। ২৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসনের দুর্দান্ত শটটি ম্যানইউ গোলরক্ষক আটকে না দিলে সমতায় ফিরতে পারত লেস্টার সিটি। এর কিছু পর আবারও সুযোগ পায় লেস্টার। সেটাও কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে ম্যানইউকে আরেক দফা রক্ষা করেন গোলরক্ষক ডে হেয়া। ডেমারি গ্রের ভলি ঝাঁপিয়ে পড়ে আটকে দেন তিনি। মিনিট দুয়েক পর পাল্টা আক্রমণ থেকে সুযোগ পায় ম্যানইউ। এবার বদলি হিসেবে নামা লুকাকু সহজ সুযোগ নষ্ট করেন। তবে গোল–ব্যবধান বাড়াতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মরিনহো–শিষ্যদের। ম্যাচের ৮৩তম মিনিটে ম্যানইউর হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার লুক শ (২-০)। হুয়ান মাতার বাড়ানো বল প্রথম চেষ্টায় ঠিকভাবে নিতে পারেননি। তবে দ্বিতীয় চেষ্টা বল নিয়ন্ত্রণে নিয়ে গোল ব্যবধান বাড়ান লুক শ। প্রিমিয়ার লিগে ১০৪ ম্যাচ খেলার পর লুক শ তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোল পায়। নির্ধারিত সময়ের আর কোন গোল না পেলেও অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে লেস্টার সিটির হয়ে ব্যবধান কমান জেমি ভার্দি।
এবার ম্যানচেস্টার ইউনাইটেড দলবদলে অলস সময়ই পার করেছে। এ নিয়ে মরিনহো খুব খুশি না হলেও জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগ শুরু করে খোশমেজাজেই আছেন। অন্যদিকে এবার প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি খরচ করেছেন জার্গেন ক্লপ। গত মৌসুমে চমৎকার প্রদর্শনীর পর নতুন এই দল নিয়ে আশাবাদী অল রেডরা। কিন্ত গত মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটিও ছেড়ে কথা বলবে না। গার্দিওলাও নিশ্চই চাইবেন পর পর দুই মোউসুম ট্রফি জেতার তকমা ধরে রাখতে। আজ রাতে মাঠে নামছে প্রিমিয়ার লিগের আরেক ফেবারিট চেলসি। নতুন কোচ সারের প্রথম ম্যাচের আজ রাত ৮ টায়, জন স্মিথস স্টেডিয়ামে হাডার্সফিল্ডের মুখোমুখি হবে চেলসি।