কোম্পানির কীটনাশক ব্যবহারে এক ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হওয়ায় কোম্পানিটিকে ২৮৯ মিলিয়ন ডলার (প্রায় আড়াই হাজার কোটি টাকা) ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। খবর বিবিসি’র।
মার্কিন এগ্রো-কেমিক্যাল প্রস্তুতকারক কোম্পানি মনসান্তোর বিরুদ্ধে আদালতে মামলা দেন ডোয়ান জনসন নামের একজন মাঠ পরিচর্যাকর্মী। ডোয়ান জনসন ক্যান্সারে আক্রান্ত হন ২০১৪ সালে। কোম্পানিটির কীটনাশকে বিদ্যমান গ্লাইফোস্যাট তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্যে দায়ী বলে তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতের রায়ে তা প্রমাণিত হয়েছে। জুরি বোর্ড দেখেছেন, মনসান্তো আগে থেকেই জানত বালাইনাশক ও আগাছানাশকে ব্যবহৃত গ্লাইফসেট শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু তারপরও কোম্পানিটি তাদের গ্রাহকদেরকে সতর্ক করেনি।
কীটনাশক থেকে ক্যান্সার হওয়ার বিরুদ্ধে এটাই প্রথম মামলা না। যুক্তরাষ্ট্রজুড়ে এমন আরো ৫ হাজার মামলা রয়েছে। কিন্ত কীটনাশক থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগে এটাই প্রথম রায়। মনসান্তো এই অভিযোগ অস্বীকার করে রায়ের বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। মনসান্তোর উপ-পরিচালক স্কট প্যাট্রিজ বলেন, জুরির সিদ্ধান্ত ভুল, গ্লাইফসেট ক্যান্সারের জন্য দায়ী নয়।
মনসান্তোর পক্ষ থেকে জনসন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এছড়া এক বিবৃতিতে মনসান্তো কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান ৪০ বছর যাবত নিরাপদ কীটনাশক প্রস্তুত করে আসছে। ৮০০ এর ওপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর ‘ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’, ‘ইউএস ন্যাশইনাল ইন্সটিটিউট অফ হেলথ এন্ড রেগুলেটরি’ কর্তৃক এটা প্রমাণিত যে গ্লাইফোসেট ক্যান্সারের জন্যে দায়ী নয়, এবং এটা মিস্টার জনসনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে দায়ী নয়।
গ্লাইফসেট বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আগাছানাশক। আট সপ্তাহ ধরে চলা এই বিচারিক কার্যক্রম শেষে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে ২৯০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে বলা হয়। এই মামলার রায় মনসান্তোর বিরুদ্ধে যাওয়ায় কীটনাশকের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর জন্যে দৃষ্টান্ত হয়ে থাকবে।