অবিলম্বে শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন লেখক ও বুদ্ধিজীবীরা।
ভারতীয় লেখক অরুন্ধতী রায়, আমেরিকান লেখক নোয়াম চমস্কি, কানাডিয়ান লেখক নাওমি ক্লেইন, আমেরিকান লেখক-দার্শনিক নোয়াম চমস্কি এবং ভারতীয় বুদ্ধিজীবী বিজয় প্রসাদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, “লেখালেখি ও সমালোচনা মানব জীবনের মৌলিক দিক। একটি রাষ্ট্রে যা ঘটে, তা বলার অধিকার নাগরিকদের রয়েছে এবং সেই জায়গায় বাধা দেওয়া মৌলিক অধিকারকে অস্বীকার করার সমান। এক প্রতিবেদনে জানা গেছে, শহিদুল আলমকে কারাগারে নির্যাতন করা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, শহিদুল আলম ২০১৪ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে শিল্পকলা পদক পেয়েছেন এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ তার হাতে এ পুরস্কার তুলে দেন। শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগ বাদ দিতে হবে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে সাক্ষাৎকার দেয়ার ঘন্টা খানেক পরই শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়।