বিক্ষোভকারী ও সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করুন : ইউরোপীয় ইউনিয়ন

বিক্ষোভকারী ও সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করুন : ইউরোপীয় ইউনিয়ন

চলমান ছাত্র আন্দোলনে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ এক বিবৃতিতে বাংলাদেশে ইইউ মিশনের প্রধান সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ব্যাপারেও স্মরণ করিয়ে দেওয়া হয়। ইইউভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূত এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে যেসব দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন তার মধ্যে রয়েছে, যুক্তরাজ্য, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান।

তারা বলেছেন, বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি হামলা বন্ধ হওয়া দরকার। এ ধরনের যেসব ঘটনা ঘটেছে অবশ্যই তার বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সড়কে নিরাপত্তাহীনতার যে ভয় এবং আইন প্রয়োগের বিষয়টিকে স্কুল শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সামনে এনেছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনের কথা সরকার স্বীকার করেছে যা ইতিবাচক। আমরা আশা করি সরকার অবিলম্বে এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিবে।