তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নামঞ্জুর করে তার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী। এদিকে শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শহিদুল হক অভিযোগ করেন, আমাকে বাসা থেকে ডিবি পুলিশ অত্যাচার করেছে। আমার নাকে আঘাত করা হয়েছে। রক্ত গড়িয়ে পুরো পাঞ্জাবি ভিজে গেছে।
এর আগে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা বিভাগ) আবদুল বাতেন জানিয়েছেন।
মামলা দায়েরের পর শহীদুল আলমকে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আরমান আলী।
রোববার রাতে ধানমণ্ডির বাসা থেকে শহীদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। তিনি বলেন, ধানমণ্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহীদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয় দেয়া একদল লোক।
উল্লেখ্য, রোববার চলমান নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন নিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ চ্যানেল আলজাজিরায় সাক্ষাৎকার দেন শহিদুল আলম। সেখানে তিনি নিরস্ত্র ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগের স্বশস্ত্র হামলার নিন্দা জানিয়ে বক্তব্য দেন।