চিত্রকলার অনবদ্য একটি শাখা হলো কার্টুন। কার্টুন যেমন আমাদের হাসির খোরাক হয়, তেমনি কখনো কখনো তা আঘাত করে আমাদের বিবেকে। চলমান ছাত্র আন্দোলনে যখন দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন। তখন বসে নেই রং-তুলির গেরিলারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গাত্মক ও প্রতিবাদী কার্টুন শেয়ার করছেন কার্টুনিস্টরা। উৎসাহ দিচ্ছেন আন্দোলনকারীদের বুঝিয়ে দিচ্ছেন রাষ্ট্রের ক্ষত।
রক্তের নদীতে ডুবে যাচ্ছে মানুষ। বেরিয়ে রয়েছে তার হাত। আর অন্যদিকে সানন্দে ভেসে যাচ্ছে একটি নৌকা। এই নৌকা কীসের প্রতীক হতে পারে। বিবেকের কাছে প্রশ্ন রাখছেন কার্টুনিস্ট রিশাম শাহাব তীর্থ।
মনে পড়ছে নৌপরিবহনমন্ত্রী’র সংবাদ সম্মেলন। কার্টুনিস্ট মেহেদী হক তারই স্মৃতিচারণ করছেন।
একজন নারীর আঙুলের মাথায় দুজন ব্যক্তি, আঘাত করছে কোমলমতি কয়েকজন স্কুল পড়ুয়াকে। তাদের হাতে থাকা লাঠি ও হাতুড়িতে রক্তমাখা। একজনের আবার পুলিশের ইউনিফর্ম পরা। এরা কারা? কার্টুনটি এঁকেছেন মেহেদী হক।