শিক্ষার্থীদের ওপর হামলা অযৌক্তিক : মার্কিন দূতাবাস

শিক্ষার্থীদের ওপর হামলা অযৌক্তিক : মার্কিন দূতাবাস

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় ছাত্র সংগঠনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রোববার দূতাবাসের ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়, স্কুল কলেজের শিশু কিশোর ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে এমন বর্বর হামলার কোন যৌক্তিকতা থাকতে পারে না। একটি নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার চাইতে মাঠে নেমেছে বলে উল্লেখ করে মার্কিন দূতাবাস।

এর আগে শনিবার রাতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায় দুবৃত্তরা। এ বিষয়েও দূতাবাসের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা জানিয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে।

The peaceful demonstrations of the past week in favor of better vehicle and road safety, led by students and school…

Posted by U.S. Embassy-Dhaka on Sunday, August 5, 2018