ঢাকায় ধানমন্ডির জিগাতলা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ‘ছাত্রলীগ’। হামলার শিকার শিক্ষার্থীরা সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় এ পর্যন্ত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েখজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় প্রেরণ করা হয়েছে।
ওই এলাকা দিয়ে যাওয়া পথচারীদেরকেও পেটানো হয়েছে। তবে এ সময় সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
মোবাইলে হামলার ছবি যারা তুলছিল তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ছাত্রলীগের নেতাকর্মীরা। আশপাশের ভবন ও বাসাবাড়ি জানাল, বারান্দা বা ছাদ থেকে অনেকেই মোবাইলে হামলার দৃশ্য ভিডিও করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে গুলিও ছোঁড়া হয়েছে। ২ জন হেলমেট পরা সাধারণ পোশাকধারীকে পিস্তলের গুলি ছুঁড়তে দেখা গেছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।