ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে ৫ জন। কাশ্মিরের শ্রীনগর এলাকা থেকে ৫৫ কিলোমিটার দূরে সোপিয়ান অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার থেকে কিল্লোরা নামক গ্রামে সেনাবাহিনীর সাথে সেখানকার স্বাধীনতা আন্দোলনকারী কাশ্মিরিদের সংঘর্ষ হয়। এতে করে একজন কাশ্মিরি নিহত হয়।
ভারতীয় সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের একে ৪৭ এর মতো আগ্নেয়াস্ত্র ছিল। শুক্রবার রাতে সাময়িক সংঘর্ষ বন্ধ থাকলেও শনিবার সকালে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সে সময় নিহত হন আরও ৪জন কাশ্মিরি। জম্মু ও কাশ্মির পুলিশের ডিজিপি শেষ পাল ভেইদ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
4 more bodies of terrorists visible at encounter site kiloora Shopian taking the total to 5 terrorists killed. Good Job boys , good for peace.
— Shesh Paul Vaid (@spvaid) August 4, 2018
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অঞ্চলে তল্লাশি অভিযান চলছে এবং সেখানে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রবার সোপোর জেলার ড্রুসু গ্রামে নিহত হয় ২ জন কাশ্মিরি। উল্লেখ্য, রাজ্যপাল শাসন চলায় সেনাবাহিনী নির্বিচারে হত্যা করছে।