ধানমন্ডির ইউল্যাবে ঢুকে ছাত্রলীগের হামলা

ধানমন্ডির ইউল্যাবে ঢুকে ছাত্রলীগের হামলা

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউল্যাবের (ইউনির্ভাসিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ) ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে হঠাৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিচতলায় কয়েকজন যুবক প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

নিরাপদ সড়কের দাবিতে চলমান স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার বিকেলে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ইউল্যাবের শিক্ষার্থীরা। এই মানববন্ধন শেষ হওয়ার সাথে সাথেই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। মানববন্ধনে বাঁধা দিতে না পেরে তারা মানববন্ধন শেষে এই হামলা চালিয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

হামলার সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ভেঙে ফেলা হয়। ঘটনার দৃশ্য ভিডিও করার অপরাধে তাদেরকে হুমকি-ধামকি দিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় হামলাকারীরা।

এই হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার ইউল্যাবের শিক্ষার্থীরা ধানমন্ডি কেএফসির সামনে এক প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।

এছাড়াও হামলাকারীরা ইউল্যাবের পাশে অনলাইন মিডিয়া প্রিয় ডটকমের অফিসেও হামলা চালায়। এ সময় তারা প্রদীপ দাস নামে এক প্রতিবেদককে মারধর করে আহত করে। প্রদীপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।