নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক এবং সহপাঠী হত্যার বিচার দাবিতে ৯ দফার ভিত্তিতে যে আন্দোলন চলছে তাতে আমাদের অহিংস ও শান্তিপূর্ণ অবস্থান থেকে আমরা সংহতি প্রকাশ করছি।
প্রেস রিলিজে বাস দূর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।
এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের নেতা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন আহ্বায়ক নুরুল হক নূর ফেসবুক লাইভে ভিডিও বক্তব্য দিয়ে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নূর বলেন, “কোমলমতি ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছে, অথচ অনেক জায়গায় পুলিশ তাদের ওপর হামলা করেছে। তাদের রক্তে লাল হওয়া জুতাগুলো দেখে কান্না আসছিল।”
“নিরাপদ সড়কের যৌক্তিক দাবিতে চলা আন্দোলনে আমরা সমর্থন জানাচ্ছি, আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছিও” বলে জানিয়ে তিনি বলেন, আমি অসুস্থ দেখে যেতে পারছি না তবে আমার মন পড়ে রয়েছে স্কুল-কলেজের ভাইবোনদের শান্তিপূর্ণ আন্দোলনে।