শ্রীলঙ্কার ডাম্বুলায় দ্বিতীয় ওয়ান ডে তে টসে জিতে ব্যটিং নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রথম ওয়ান ডেতে বিধ্বস্ত হবার পর এ ম্যাচে লঙ্কানদের জয়টা ছিল আবশ্যক।
টসে জিতে ব্যাট করতে নামা লঙ্কানরা মাত্র ১৩ রানেরই হারায় দুই উইকেট। ফুলাকেও এবং এনগিডির বোলিংয় তোপের কোন জবাবই যে ছিল না লঙ্কান ব্যটসম্যাদের কাছে। পেরেরা এবং ডিকেওয়া ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিলে আঘাত হানেন ফুলেকাওয়ো। আরো একটি লো স্কোরিংয়ের শঙ্কা যখন চেপে বসেছে লঙ্কান শিবিরে তখন ত্রাতার ভূমিকায় হাজির হন অধিনায়ক মেন্ডিস। তার ৭৯ এবং লেট অর্ডারের ছোট ছোট ইনিংসে ভর করে লঙ্কানরা করে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর। আফ্রিকার পক্ষে ফুলাকেও এবং এনগিডি নেন তিনটি করে উইকেট।
জবাবে নেমে আমলা এবং ডি ককে উড়ন্ত সূচনা পায় অাফ্রিকা। মাত্র তের ওভারেই দু’জন তোলেন ৯৩ রান। ৪৩ রানে আমলা ফিরে যাবাস পর মার্কমারের বিদায় কিছুটা বিপাকে পড়ে অাফ্রিকা। কিন্তু ডু প্লেসি-ডি কক এবং ডুমিনি-ডু প্লেসিস সামাম্য সময়ের জন্যও ম্যাচে ফিরতে দেয়নি লঙ্কানদের। দ্রুত সময়ে দু’জন ফিরে গেলে মানডার এবং ফুলেকাওয়ো ম্যাচটি শেষ করেই ফিরেছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কুয়েন্টেন ডি কক।
পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আ়ছে আফ্রিকা। সিরিজের পরের ম্যাচ ৫ তারিখ ক্যান্ডিতে।