জার্মান জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও আপাতত ওজিল অধ্যায়ের কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না। বর্ণবাদে বীতশ্রদ্ধ হয়ে জাতীয় দলকে বিদায় জানিয়ে ওজিলের দেয়া বিবৃতির বিপক্ষে জার্মান জাতীয় দলের অনেক সাবেকই শানিত জ্বিভ চালালেও সমর্থকদের অবস্থান যে ভিন্ন মেরুতে সেটি আরো একবার দেখা গেল।
বিশ্বকাপ শেষে বর্ণবাদ নিয়ে বিপর্যস্ত ওজিল গানার্স শিবিরে ফিরেই কাটিয়েছেন মধুর সময়। প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে পিএসজিকে পাঁচ এক গোলে হারানো গানার্সদের হয়ে প্রথম গোলটি করেন তিনি। হাতে ছিল অধিনায়কের বাহুবন্ধনীও। ডাগ আউটে সতীর্থদের সাথে ওজিলকে দেখে বেশ খুশিই মনে হয়েছে। তাতে বাড়তি রং যোগ করেছে রেফারির মধুর আব্দার।
এতেই যে সব শেষ না তা দেখা গেল বার্লিনে সমবেত ওজিল সমর্থকদের জড়ো হতে দেখে। গায়ে গানার্সদের জার্সি, পেছনে লেখা আই এম ওজিল। বলে বোঝানোর প্রয়োজন নেই, সমর্থকদের পুরো সমর্থনই পাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। যার সাথে ছবি নিয়ে এত জল ঘোলা হল, সেই এরদোগানকেও পাচ্ছেন পাশে।