স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফায় যা যা আছে

স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফায় যা যা আছে

নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের বিচারসহ ৯ দফা দাবিতে রাস্তায় নেমেছে রাজধানী ঢাকাসহ আশপাশের বেশ কয়েখটি জেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। তারা দেশের সড়ক নিরাপদ করতে এবং সম্প্রতি ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ টি বিষয়কে সামনে রেখে আন্দোলন করছে, সেগুলো হল–

১. নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

২. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে।

৩. প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে।

৪. সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৫. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে।

৬. শুধু ঢাকা নয়, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে

৭. রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

৮. লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করতে হবে।

৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।