নূরের উপস্থিতিতে ফের জমে উঠেছে কোটা সংস্কার আন্দোলন

নূরের উপস্থিতিতে ফের জমে উঠেছে কোটা সংস্কার আন্দোলন

প্রায় দীর্ঘ এক মাস পর আন্দোলনের মাঠে ফিরে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। ছাত্রলীগের হামলায় আহত নূর গত একমাস যাবৎ এ হাসপাতাল থেকে ও হাসপাতাল করে চিকিৎসা করাচ্ছেন। এরই মধ্যে কিছুটা ভাল বোধ করায় তিনি আজ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিগত কয়েকটি কর্মসূচির তুলনায় আজকের বিক্ষোভে শিক্ষার্থীদের উপস্থিতিও বেশি ছিল।

আজকের বিক্ষোভে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেন, আমরা চাই না আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের আন্দোলনের কারণে শিক্ষাজীবন ব্যহত হোক। আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে সকলে আন্দোলন চালিয়ে যাব।

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী, ছাত্রী ও শিক্ষক লাঞ্চনাকারীদের বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং ৫ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের জারিসহ এই দাবিগুলোর প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

‘আমার ভাই জেলে কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাই নাই’ প্রভৃতি স্লোগান দেয় ছাত্ররা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সিনেট ভবন, ভিসি চত্বর, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার, বিজ্ঞান গ্রন্থাগার ও কার্জন হল ঘুরে টিএসসির রাজু ভাষ্কর্যে এসে শেষ হয়।

‘প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেয়া হচ্ছে’ অভিযোগ করে ছাত্রদের সাথে আলোচনায় বসার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর। তিনি বলেন, আমাদের দাবি ও আন্দোলনকে নিয়ে আপনার কাছে ভুল তথ্য দেয়া হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব ছাত্র প্রতিনিধিদের নিয়ে আপনি বসুন, আমাদের কথা শুনুন। আমরা আমাদের যৌক্তিক দাবি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। আপনি এর আগে বলেছেন, গণভবন সবার জন্য উন্মুক্ত।

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, সারা বাংলার ছাত্র সমাজ এই আন্দোলনে জড়িত। আমরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই।