এক পা এগোলেন মোদি!

এক পা এগোলেন মোদি!

‘ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোতে রাজি’ এমন সুযোগ হাতছাড়া করলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের এই মন্তব্যের ৭২ ঘন্টা যেতে না যেতে ইমরান খানকে ফোন করলেন তিনি।

ইমরান খান পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে থাকায় বিজয়ী বক্তব্য দিয়েছিলেন। পাকিস্তান-ভারত বৈরি সম্পর্ক নিয়ে সেখানেই তিনি এমন কথা বলেছিলেন। এ  দেশের মধ্যে প্রধান সমস্যা কাশ্মির ইস্যু। সে সমস্যা মেটাতেই আগ্রহী মোদি।

সোমবার মোদি ফোন করে ইমরানকে শুভেচ্ছা জানান বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। জানা যায়, নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে অভিনন্দন জানান মোদি। এরকম কূটনৈতিক সৌজন্যতা তিনি আগেও দেখিয়েছেন। এর আগে তিনি তার শপথ অনুষ্ঠানে নওয়াজ শরীফকে আমন্ত্রণ করেছিলেন।

ফোনে মোদি ও ইমরানের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দুই নেতার মধ্যে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। ইমরানের আমলে দুই দেশের পারস্পারিক সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করছে মোদি প্রশাসন।

এদিকে পিটিআই জানিয়েছে, ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ঘোষণা দিলেও গুঞ্জন উঠেছে, বিরোধীদের জোট নিয়ে। ইমরানকে চাপে ফেলতে বিরোধীরা জোট করলে তাদের আসন সংখ্যা পিটিআই’র চেয়ে ২টি বেশি হবে। দেখার বিষয়, আসলে শেষমেষ কি দাঁড়ায়।