ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে তে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু রাবাদার বোলিং তোপে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে অধিনায়কে সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তোলেন লঙ্কান ব্যাটসম্যানরা।
১০০ এর কম রানে গুটিয়ে যাবার শঙ্কায় থাকা শ্রীলঙ্কাকে উদ্ধার করেন কুশল এবং থিসেরা পেরেরা। পঞ্চম উইকেটে ৯২ রান যোগ করে লজ্জার হাত থেকে শ্রীলঙ্কাকে উদ্ধার করেন এ দুজন। দলীয় ১২৮ রানের মাথায় শামসির বলে থিসারা আউট হয়ে ফিরলে ভাঙ্গে এই জুটি। আউট হবার আগে ৩০ বলে ৮ চারের সাহায্যে ৪৯ রান করেন থিসারা। থিসারার আউটের পর একাই লড়াই চালানোর চেষ্টা করেন কুশল।
কিন্তু রাবাদার পর তখন শামসিকে পেয়ে বসেছে উইকেটের নেশায়। এ বোলারের বোলিং তোপে ১৯৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। কুশল করেন ৮১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা এবং শামসি নেন চারটি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরুতেই আমলা এবং মার্করামকে হারায় আফ্রিকা। ১৯৩ করেও জয়ের স্বপ্ন দেখা লঙ্কানদের হতাশ করে ডি কক এবং ডু প্লেসি জুটি। চতুর্থ উইকেটে এ দুজনের ৮১ রানের জুটি অনেকটাই সহজ করে দেয়া আফ্রিকার জয়ের পথ। দুজনই ৪৭ রান করে বিদায় নেয়ার পর বাকি কাজটুকু শেষ করেন জেপি ডুমিনি। তিনি অপরাজিত ছিলেন ৫৩ রানে।
৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তাবরেজ শামসি। সিরিজের পরের ম্যাচটি হবে ১ আগষ্ট ডাম্বুলাতে।