বরিশালে বিএনপির প্রার্থীর ভোট বর্জন, রাজশাহীতে অনশন

বরিশালে বিএনপির প্রার্থীর ভোট বর্জন, রাজশাহীতে অনশন

অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার। সোমবার বেলা সোয়া ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

বিএনপি মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে জালভোট দিচ্ছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এ রকম ভোট আগে কখনও হয়নি। পরিস্থিতি থমথমে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাই ভোট বজর্ন করা হয়েছে।

অনিয়মের অভিযোগের মাঝেই এবার অনশনে বসেছেন রাজশাহীর বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। ৩০ নং ওয়ার্ডের ইসলামিয়া কলেজ ভোটকেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে যাওয়ার অভিযোগে তিনি অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। তবে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করছেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল সাফি। তবে বুথগুলোর সামনে ভোটাররা লম্বা লাইনে দাড়িয়ে থাকলেও আপাতত ভোট বন্ধ আছে।

এর আগে বেলা ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগে বরিশালে ইসলামী আন্দোলনের (হাতপাখা) সমর্থিত মেয়রপ্রার্থী ওবাইদুর রহমান মাহবুব ভোট বর্জন করেছেন।