নতুন বিতর্কে সাব্বির

নতুন বিতর্কে সাব্বির

বিতর্ক আর সাব্বির রহমানের সখ্য নতুন কিছু নয়। বিসিবিকে অর্থনৈতিক ভাবে সাহায্য করার জন্যও তার বিশেষ অবদান অনস্বীকার্য। নিয়মিত জরিমানা দেয়াটাকে যে অভ্যাসে পরিণত করেছেন তিনি। মাত্রই কয়েক মাস আগে ঘরোয়া লিগে দর্শক পিটিয়ে শাস্তির মুখোমুখি হওয়া সাব্বির আবারো সংবাদ মাধ্যমে হাজির অভব্য আচরণের কারণে।

এবার তার রোষের শিকার ফেসবুকের দুই সমর্থক। অকথ্য ভাষায় গালাগালসহ হুমকি দেবার প্রমাণ হাজির করেছেন সেই দুই ভুক্তভোগী। ব্যাট হাতে রানের জন্য হাপিত্যেশ করা সাব্বির যেন রোষ মেটানোর জন্য বেছে নিয়েছেন সমর্থকদেরই। এ ঘটনার পর তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন তা তার অতীত বিবেচনায় প্রশ্নবিদ্ধ। হ্যাকিংয়ের শিকার হবার কথাটি বোধয় তার নিজের কাছেও বেখাপ্পা ঠেকেছে।

বিভিন্ন ইস্যুতে বিসিবির সমালোচনা হলেও শৃঙ্খলার বিষয়ে এখনো বোর্ড আপসহীন ভূমিকায়ই রয়েছে। সাব্বিরকে দেয়া অতীতের শাস্তিগুলোই তার প্রমাণ। তারপরও সাব্বিরের এই ক্রমাগত আচরণ বোর্ডকেই শুধু নয় বিব্রত করছে সমস্ত জাতিকেই। নতুন করে বোর্ড হয়ত আরো কঠিন শাস্তিই দিবে, তাতে কি শোধরাবেন সাব্বির?