ব্যর্থ ওজিলে মুগ্ধ রেফারি! সম্প্রতি বর্ণবাদের শিকার হবার অভিযোগ তুলে জার্মান জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ‘১৪র বিশ্বকাপ জয়ী মেসুত ওজিল। তার অভিযোগকে বাজে ফর্মের সত্য আড়ালের নাটক বলে উপহাস করেছিলেন জার্মান পাওয়ার হাউস মিউনিখে সভাপতি। একই সাথে শেষ কবে ওজিল ভালো খেলেছেন সে প্রশ্নও তোলেন তিনি। মিউনিখ সভাপতির সাথে ভিন্ন মতের অনেকেই যে রয়েছেন তার সর্বশেষ নজির দেখা গেল প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে।
পিএসজির বিপক্ষে ওজিল এদিন মাঠে নামেন অধিনায়কের আর্মব্যান্ড হাতে। ম্যাচে ১২ মিনিটে অসাধারণ এক গোল করেই যেন সমালোচকদের জবাব দিলেন তিনি। মাঠে কাটানো সময়টা অসাধারণই কেটেছে এই তারকা মিড ফিল্ডারের। দলও জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
এমন একটি ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে থাকা ওজিলের হাসি আরো বাড়িয়ে দিয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি। ম্যাচের কোনো এক সময়ে টানেলে হলুদ কার্ডে ওজিলের একটি অটোগ্রাফের জন্য আবদার জানান তিনি! হাসিমুখেই সে আবদার মিটিয়েছেন ওজিল। সকল সমালোচনা পেছনে ফেলে বেশ দারুণ একটি দিনই যে তিনি কাটিয়েছেন তা সহজেই বলা যায়।