প্রতিটি সিরিজেই দু’ দলের লড়াইয়ের মাঝেও কিছু খন্ড লড়াই থাকে। এবারের সিরিজটিতে ছিল মাশরাফির সাথে এভিন লুইসের। নতুন বলে মাশরাফি যেমন বাংলাদেশের মূল ভরসা তেমনি উড়ন্ত সূচনার জন্য গেইলের পাশাপাশি লুইসও উইন্ডিজের অন্যতম আস্থার নাম।
কিন্তু বাংলাদেশ দলপতি যেন একটি দুঃস্বপ্নের সিরিজই উপহার দিলেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে। প্রথম ওয়ান ডে তে ক্যাচে পরিণত করার পরের ম্যাচে করেছিলেন এলবিডব্লু। প্রথম দু’ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচটা একটু দেখেশুনে খেলছিলেন লুইস। কিন্তু মাশরাফিকে যেন পেয়ে বসেছিল লুইস বধের নেশায়। তাই প্রথম স্পেলটি করলেন টানা ছয় ওভারের। আর শেষ ওভারেই অসাধারণ একটি ডেলেভারিতে আরো একবার লুইসকে আউট করলেন ম্যাশ।
সিরিজের ফলাফল ২-১ হলেও মাশরাফি-লুইস লড়াইয়ে মাশরাফি জিতলেন ৩-০ ব্যবধানে!