শেয়ার বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খেল ফেসবুক

শেয়ার বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খেল ফেসবুক

বর্ণিল যাত্রার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কোন না কোনও কারণে প্রায়ই সময় সংবাদের শিরোনাম হয়ে যায় মার্ক জাকারবার্গের এই ব্যবসা প্রতিষ্ঠানটি। কিন্তু এবার দুঃসংবাদ বয়ে আনল ফেসবুক।

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খেতে হল ফেসবুককেই। বৃহস্পতিবার নিউইয়র্কে ফেসবুকের শেয়ার দর ২০ শতাংশ নিচে নেমে আসে। যার ফলে গতকালই ফেসবুকের ক্ষতি হয়েছে প্রায় ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে কোন কোম্পানির একদিনে সর্বোচ্চ ক্ষতি।

বুধবার ফেসবুকের তরফে জানানো হয়েছিল অর্থবছরে এই সময়ে প্রত্যাশিত লাভ হয়নি। এবং সংস্থাটির গ্রোথ রেটও নিচের দিকে থাকবে। পরপর দুটি খারাপ খবর এবং সাম্প্রতিক বিতর্ক শেয়ার বাজারে প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে সুখবরও রয়েছে ফেসবুকের জন্য। চীনের বাজারে আবারও প্রবেশ করতে যাচ্ছে ফেসবুক। ২০০৯ সালে চীনে ফেসবুক বন্ধ করে দেয়ার পর থেকে বাজার ফিরে পাওয়ার চেষ্টায় ছিল মার্ক জাকারবার্গের টিম। চীনে ফেসবুক একটি সহযোগী প্রতিষ্ঠান খোলার আবেদন করেছিল। সেটিরই অনুমোদন পেয়েছে। এই প্রতিষ্ঠানটিতে তিন কোটি ডলার বিনিয়োগ করা হবে বলে জানা গেছে।

চীনে ফেসবুকের এই প্রতিষ্ঠানটির অনুমোদন ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি। এখানে তার ডেভেলপিং সেমিনার ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়ার মতো কাজ করবে। যা তারা পূর্বে ফ্রান্স, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়াতে করেছিল।