চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি তদন্ত কমিটি অদ্ভূত অভিযোগের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজীকে চিঠি দিয়েছে। ওই তদন্ত কমিটি দাবি করেছে, জনাব আর রাজী বিশ্ববিদ্যালয় লন্ডভন্ড করে দিতে চান, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অফিসের লেটারহেড সংবলিত প্যাডে অভিযুক্ত শিক্ষককে এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
চিঠিতে আগামী ৭ই সেপ্টেম্বরের মধ্যে অভিযোগের ব্যাপারে ওই শিক্ষকের লিখিত বক্তব্য তদন্ত কমিটির সদস্য সচিব বরাবর পেশ করার কথা বলা হয়েছে।
সম্প্রতি আর রাজী ও সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও অসম্মানমূলক বক্তব্য প্রকাশের অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি গঠনের সময় গণমাধ্যমের খবরে কমিটির উদ্দেশ্য সম্পর্কে এমনটিই প্রকাশিত হয়েছিল। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় লন্ডভন্ডে উস্কানির বিষয়টিই সামনে আসছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
উল্লেখ্য, ওই দুই শিক্ষক সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মত দিয়ে বক্তব্য দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সমাজতত্ত্বের শিক্ষক মাইদুল সম্প্রতি নিরাপত্তার অভাবে পরিবার-পরিজন নিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। ছাত্রবান্ধব অবস্থানের কারণে তাদের ওপর এমন হেনস্থামূলক আচরণ করা হচ্ছে বলে মনে করছে সাধারণ শিক্ষার্থীরা।
Ar Raji রাজী স্যারকে পাঠানো স্মারক দেখে একটি বিখ্যাত উপন্যাস ও একটি বিখ্যাত চলচ্চিত্রের কথা মনে পড়ে,উপন্যাসটি হল লেখক…
Posted by Taposh Fantasia on Friday, July 27, 2018