পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনার কাজ চলছে। শুরু হয়েছে বেসরকারিভাবে ফল প্রকাশ। বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের (এনএ) ১১৩টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
তবে ভোটগণনায় বিলম্বের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ। অন্যদিকে পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোও নির্বাচনের ফলগণনায় ধীর গতির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন।
পাকিস্তানের ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, বেসরকারিভাবে পাওয়া খবর অনুযায়ী ১১৩টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) এগিয়ে রয়েছে ৬৪টি আসনে।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদের (এনএ) ১৪৩, ১৪৯, ১৫২, ১৫৪, ১৫৬, ১৫৭, ১৫৮, ৬, ৮, ৯, ১১, ১২, ১৪, ১৬, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯,৩২, ৩৫, ৪১, ৪৩, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৬৩, ৬৬, ৭০-সহ ৯৭টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই।
ডন-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) এগিয়ে রয়েছে ৬৪ আসনে। আর বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে আছে ৩৯টি আসনে। এখন পর্যন্ত মোট প্রাপ্ত ভোটের ৩৪ শতাংশ গণনা শেষ হয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ২৩টি এগিয়ে রয়েছেন। মুত্তাহিদা মজলিশ আমল (এমএমএ) এগিয়ে রয়েছে ৯ টি আসনে ও গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ) এগিয়ে আছে ৭টি আসনে। এছাড়াও মুত্তাহিদা কওমী মুভমেন্ট জয়ী হয়েছে ৫টি আসনে।