দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রিস। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬০। দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ঘরবাড়ি। রাজধানী এথেন্সের কাছাকাছি অ্যাটিকা অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে মাতি রিসোর্টে আটকা পড়ায় এই পরিমাণ নিহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারের মুখপাত্র। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তার বসনিয়া সফরকে সংক্ষিপ্ত করেছেন। তিনি আগুন নিয়ন্ত্রণে সব ধরণের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। আগুন নেভাতে শত শত ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
দাবানলে আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনের কারণে গ্রিসের অন্যতম প্রধান সড়ক এথেন্স-কোরিন্থ বন্ধ করে দেয়া হয়েছে। বিমানের ফ্লাইট বাধাগ্রস্থ হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে গ্রিসের পেলোপোনেস উপদ্বীপ দাবানলের শিকার হয়। সে সময় অসংখ্য হতাহতের ঘটনা ঘটে।